![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
আরবি ভাষায় মূল বর্ণমালা ২৮টি অক্ষর। তবে যদি আপনি হামযা (ء) এবং বিশেষত সংযুক্ত বর্ণ লাম-আলিফ (لا) যোগ করেন, কিছু ক্ষেত্রে এই সংখ্যা ৩০ বলে উল্লেখ করা হয়। এটি আরবি বর্ণমালার বিভিন্ন ব্যবহারের ওপর নির্ভর করে। নিচে সেই ৩০টি অক্ষর দেখানো হলো:
মূল ২৮টি অক্ষর:
أ (আলিফ)
ب (বা)
ت (তা)
ث (থা)
ج (জিম)
ح (হা)
خ (খা)
د (দাল)
ذ (যাল)
ر (রা)
ز (জাই)
س (সিন)
ش (শিন)
ص (সাদ)
ض (দাদ)
ط (তা)
ظ (জা)
ع (আইন)
غ (গাইন)
ف (ফা)
ق (কাফ)
ك (কাফ)
ل (লাম)
م (মিম)
ن (নুন)
هـ (হা)
و (ওয়া)
ي (ইয়া)
অতিরিক্ত ২টি অক্ষর:
ء (হামযা): আরবি গ্লোটাল স্টপ, এটি আলিফ বা অন্য অক্ষরের সঙ্গে ব্যবহৃত হয়।
لا (লাম-আলিফ): লাম এবং আলিফের সংযোগ যা একটি বিশেষ ফর্ম ধারণ করে। এটি আলাদা করে ব্যবহৃত হলেও প্রকৃতপক্ষে দুটি অক্ষরের সমন্বয়।
মূল বর্ণমালা ২৮টি হলেও হামযা এবং লাম-আলিফ যুক্ত করলে এটি ৩০টি হয়ে যায়। তবে হামযা ও লাম-আলিফকে প্রায়শই পৃথক ধরা হয় না।
Leave a Reply