• আসসালামু আলাইকুম | পবিত্র রমজান মোবারক | নামাজ ও হাদীস সঠিক ভাবে জানার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট ।

আহকাম কয়টি ও কী কী?

এই পোষ্টটি সংরক্ষণ করা অথবা পরে পড়ার জন্য
বাটনে ক্লিক করুন ।
.

নামাজের ভেতরে ও বাইরে কিছু অবশ্য পালনীয় বিষয় রয়েছে, যেগুলো ঠিকমতো পালন না করলে নামাজ শুদ্ধ হবে না।
নামাজ শুরুর আগে ৬ কাজ পালন করা আবশ্যক। সেগুলোকে নামাজের আহকাম বলা হয়। সেগুলো হলো-

১. শরীর পাক

২. কাপড় বা বস্ত্র পাক

৩. বিছানা(যেখানে নামায পড়া হবে) পাক

৪. ছতর ঢাকা

৫. ক্বেবলামুখী হওয়া

৬. নামাজের নিয়ত করা।

এই পোষ্টের কোন তথ্য আপনার ভুল মনে হলে , অবশ্যই প্রমান সহকারে কমেন্ট করুন । সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


- .

নামাজ বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন !