• আসসালামু আলাইকুম | পবিত্র রমজান মোবারক | নামাজ ও হাদীস সঠিক ভাবে জানার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট ।

আরকান কয়টি ও কী কী?

এই পোষ্টটি সংরক্ষণ করা অথবা পরে পড়ার জন্য
বাটনে ক্লিক করুন ।
.

নামাজের ভেতরে ও বাইরে কিছু অবশ্য পালনীয় বিষয় রয়েছে, যেগুলো ঠিকমতো পালন না করলে নামাজ শুদ্ধ হবে না।
সালাত আরম্ভ করার পর যে ফরজ কাজগুলো আদায় করতে হয় সেগুলোকে সালাতের আরকান বলা হয়। সেগুলো হলো-

১. তাকবীর (আল্লাহু আকবার) বলে নামায শুরু করা

২. দাঁড়িয়ে নামায পড়া

৩. আলহামদু সূরার(সূরা ফাতেহা) সাথে.. কোরআন থেকে অন্য একটি সূরা পড়া

৪. রুকু করা

৫. ছেজদা করা

৬. শেষ বৈঠক করা

৭. নামাযের শেষে কোন কাজ বা কথা বলে (নামায হতে) বের হওয়া

এই পোষ্টের কোন তথ্য আপনার ভুল মনে হলে , অবশ্যই প্রমান সহকারে কমেন্ট করুন । সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


- .

নামাজ বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন !