নামাজের ভেতরে ও বাইরে কিছু অবশ্য পালনীয় বিষয় রয়েছে, যেগুলো ঠিকমতো পালন না করলে নামাজ শুদ্ধ হবে না।
নামাজ শুরুর আগে ৬ কাজ পালন করা আবশ্যক। সেগুলোকে নামাজের আহকাম বলা হয়। সেগুলো হলো-
১. শরীর পাক
২. কাপড় বা বস্ত্র পাক
৩. বিছানা(যেখানে নামায পড়া হবে) পাক
৪. ছতর ঢাকা
৫. ক্বেবলামুখী হওয়া
৬. নামাজের নিয়ত করা।
Leave a Reply