আরকান কয়টি ও কী কী?

নামাজের ভেতরে ও বাইরে কিছু অবশ্য পালনীয় বিষয় রয়েছে, যেগুলো ঠিকমতো পালন না করলে নামাজ শুদ্ধ হবে না।
সালাত আরম্ভ করার পর যে ফরজ কাজগুলো আদায় করতে হয় সেগুলোকে সালাতের আরকান বলা হয়। সেগুলো হলো-

১. তাকবীর (আল্লাহু আকবার) বলে নামায শুরু করা

২. দাঁড়িয়ে নামায পড়া

৩. আলহামদু সূরার(সূরা ফাতেহা) সাথে.. কোরআন থেকে অন্য একটি সূরা পড়া

৪. রুকু করা

৫. ছেজদা করা

৬. শেষ বৈঠক করা

৭. নামাযের শেষে কোন কাজ বা কথা বলে (নামায হতে) বের হওয়া

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*